শেয়ার বাজারে বড় সফলতা পেতে হলে নিজের উপরই ভরসা করতে হবে।
Thu, 14 Aug 2025

Follow the stories of academics and their research expeditions
শেয়ার বাজারে বড় সফলতা পেতে হলে নিজের উপরই ভরসা করতে হবে। শুধু ১-২টি কোর্স করা বা কয়েকটি বই পড়ে মনে করা উচিত নয় যে, শেয়ার বাজারের সমস্ত কৌশল, বিশ্লেষণ বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আপনি আয়ত্ত করে ফেলেছেন। যদি এমনটি মনে হয়, তাহলে এই বাজার হয়তো আপনার জন্য নয়। কেন বলছি? একটি বাস্তব উদাহরণ দিই। বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট শেয়ার বাজারে কাটিয়েছেন প্রায় ৭০ বছরেরও বেশি সময়। যদিও তিনি এই বাজার থেকেই বিলিয়ন ডলারের সম্পদ গড়েছেন, তথাপি তার বিনিয়োগকৃত প্রায় ৪০০টি কোম্পানির অধিকাংশই লাভজনক ছিল না। প্রকৃতপক্ষে, তার ১৫০ বিলিয়ন ডলার মোট সম্পদের ৯০ শতাংশ এসেছে মাত্র কিছু গুটিকয় ভালো কোম্পানির শেয়ারে দীর্ঘমেয়াদী ২০-৩০ বছর বিনিয়োগ থেকে। এখন আমাদের বাস্তবতায় ফিরে আসি। আমরা অনেকেই ভাবি, যে শেয়ারেই টাকা দেবো, সেটিই লাভ দিবে। কিন্তু বাস্তবতা হলো—এটা কখনোই সেভাবে হয় না। আপনি যতই গভীর বিশ্লেষণ করুন না কেন, যদি ২০টি আলাদা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন, দেখা যাবে দীর্ঘমেয়াদে মূল লাভ এনে দেবে মাত্র ৫-৬টি কোম্পানির শেয়ার। অর্থাৎ, সফলতা নির্ভর করে সঠিক কোম্পানিকে চিহ্নিত করে দীর্ঘমেয়াদে ধৈর্যের সঙ্গে বিনিয়োগ ধরে রাখার উপর। অতএব, শেয়ার বাজার থেকে বড় ফলাফল পেতে চাইলে জানতে হবে, বুঝতে হবে, আর সবচেয়ে বেশি প্রয়োজন—অভিজ্ঞতার সঙ্গে ধৈর্য এবং বাস্তবতা মেনে নেওয়ার মানসিকতা। শেয়ার বাজারে বড় সফলতা পেতে হলে নিজের উপরই ভরসা করতে হবে। শুধু ১-২টি কোর্স করা বা কয়েকটি বই পড়ে মনে করা উচিত নয় যে, শেয়ার বাজারের সমস্ত কৌশল, বিশ্লেষণ বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আপনি আয়ত্ত করে ফেলেছেন। যদি এমনটি মনে হয়, তাহলে এই বাজার হয়তো আপনার জন্য নয়। কেন বলছি? একটি বাস্তব উদাহরণ দিই। বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট শেয়ার বাজারে কাটিয়েছেন প্রায় ৭০ বছরেরও বেশি সময়। যদিও তিনি এই বাজার থেকেই বিলিয়ন ডলারের সম্পদ গড়েছেন, তথাপি তার বিনিয়োগকৃত প্রায় ৪০০টি কোম্পানির অধিকাংশই লাভজনক ছিল না। প্রকৃতপক্ষে, তার ১৫০ বিলিয়ন ডলার মোট সম্পদের ৯০ শতাংশ এসেছে মাত্র কিছু গুটিকয় ভালো কোম্পানির শেয়ারে দীর্ঘমেয়াদী ২০-৩০ বছর বিনিয়োগ থেকে। এখন আমাদের বাস্তবতায় ফিরে আসি। আমরা অনেকেই ভাবি, যে শেয়ারেই টাকা দেবো, সেটিই লাভ দিবে। কিন্তু বাস্তবতা হলো—এটা কখনোই সেভাবে হয় না। আপনি যতই গভীর বিশ্লেষণ করুন না কেন, যদি ২০টি আলাদা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন, দেখা যাবে দীর্ঘমেয়াদে মূল লাভ এনে দেবে মাত্র ৫-৬টি কোম্পানির শেয়ার। অর্থাৎ, সফলতা নির্ভর করে সঠিক কোম্পানিকে চিহ্নিত করে দীর্ঘমেয়াদে ধৈর্যের সঙ্গে বিনিয়োগ ধরে রাখার উপর। অতএব, শেয়ার বাজার থেকে বড় ফলাফল পেতে চাইলে জানতে হবে, বুঝতে হবে, আর সবচেয়ে বেশি প্রয়োজন—অভিজ্ঞতার সঙ্গে ধৈর্য এবং বাস্তবতা মেনে নেওয়ার মানসিকতা। - Team Investaloy
Thu, 14 Aug 2025
Thu, 14 Aug 2025
Sat, 02 Aug 2025
Leave a comment